Posts
Post Admin
বন্ধ সিমের সব কল রিছিব করুন অন্য যেকোন সিম কার্ড দিয়ে ।
- Get link
- X
- Other Apps
আমার মত অনেক পাবলিক আছে যারা একের অধিক সিমকার্ড ব্যবহার করেন। যেমন আমি দুইটা সিম কার্ড ব্যবহার করি, কিন্তু ডুয়েল সিমের ফোনটা এখন আর হাতে নেই। নোকিয়া ১১০০ মডেলের ফোন ব্যবহার করছি বর্তমানে কিন্তু সমস্যাটা হলো আমার দুইটা সিম কার্ডই এক্টিভ রাখা প্রয়জন। কিন্তু মোবাইলেতো সাপোর্ট করে একটি সিম ফলে আরেকটি সিম বন্ধ আপাদত। তাহলে সমাধান কি ? আরেকটা ফোন নিবো ডুয়েলসিমের ? নাকি অন্য আরেকটা ফোন বেব্যহার করবো ? নাহ অন্তত সেইকাজ আমি করছি না কারন যেখানে আমি একটি সিম বেব্যহার করে আমার আরো ১০টি ৫টি সিমের সব কল আমার একটি নাম্বার থেকেই বেব্যহার করতে পারি তাও যেকোন মোবাইল থেকে তাহলে আর কি দরকার ডুয়েলসিমের ফোন বেব্যহার করতে জাবো ? হ্যা বন্ধু আমারা অনেকেই হয়ত মোবাইলের এই ছোট ফাংসন্টার কথা জানিনা, সেটা হলো কল ফরওয়ার্ডিং কল ফরওয়ার্ডিং ? ________________________________________ আপনার ফোনের সেটিং অপশন থেকে কল সেটিং জান (যেকোন মোবাইল ফোন থেকে) কল ফরওয়ার্ডিং অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনার সিম চালু রেখে হোক আর বন্ধ রেখে আপানার সিমের সব কল অন্য জেকোনো অপরেটারের একটি নাম্বারে সব কল ফরওয়ার্ড করে দিতে পা...
microsoft excel যোগ, বিয়োগ, গুন, ভাগ করার নিয়ম ।
- Get link
- X
- Other Apps

microsoft excel হলো হিসাব নিকাসের একটি softwer এই মাইক্রস্পট এক্সেলের কাজ জানলে আপনি যে কোন সরকারি বেসরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন । তো চলুুন শুরু করি কি ভাবে আপনি Microsoft excel এ যোগ বিয়োগ করবেন । যোগঃ যে সেলের ভিতর যোগ ফল করতে চাই কার্সর সেই সেলে রেখে প্রথমে Equal (=) চিহ্ন দিয়ে SUM(Start Cell Name:End Cell Name) লিখে Enter দিতে হবে। এছাড়া বিচ্ছিন্ন কিছু সেল যোগ করতে চাইলে প্রথমে Equal (=) চিহ্ন দিয়ে Cell Name + Cell Name + Cell Name লিখে (যেমন- =D4+E7+G7) Enter দিতে হবে। বিয়োগঃ অনুরূপভাবে যে সেলের ভিতর বিয়োগ ফল করতে চাই কার্সর সেই সেলে রেখে প্রথমে Equal (=) চিহ্ন দিয়ে Cell Name – Cell Name লিখে (যেমন- =D4-E7) Enter দিতে হবে। গুণঃ যে সেলের ভিতর গুণ ফল করতে চাই কার্সর সেই সেলে রেখে প্রথমে Equal (=) চিহ্ন দিয়ে Cell Name * Cell Name লিখে (যেমন- =D10*E11) Enter দিতে হবে। ভাগঃ যে সেলের ভিতর ভাগ ফল করতে চাই কার্সর সেই সেলে রেখে প্রথমে Equal (=) চিহ্ন দিয়ে Cell Name / Cell Name লিখে (যেমন- =D20/E20) Enter দিতে হবে। যোগ বিয়োগঃ যদি যোগ বিয়োগ একসাথে করতে চাই তাহলে যে সেলের ...
10 মিনিট Hack করুন email id আর বানান অনেক ফেসবুক ফেক আইডি ।
- Get link
- X
- Other Apps
আগে কোন টিউন হয়েছে কিনা জানা নেই।থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা ছবিহীন আইডি থাকলে যদি তাতে রিপোর্ট পড়ে তাহলে আইডি ব্লক।পরে সে আইডি ফেরত পেতে গেলে বহুৎ কারসাজি করতে হয়। এখন আমি যে পদ্ধতি বলব তাতে প্রতি ২মিনিটে একটি করে ফেসবুক আইডি খুলতে পারবেন।একই তথ্য দিয়ে একাধিক আইডি তৈরি করতে পারবেন। প্রথমে https://10minutemail.net/ এ যাবেন।গেলেই আপনি ১০ মিনিটের জন্য একটি ইমেইল আইডি পাবেন। এড্রেসটা কপি করুন।ওটা ব্রাউজারের অন্য ট্যাবে ওপেন রেখেই অন্য ট্যাবে ঐ মেইল এড্রেস ব্যবহার করে নতুন ফেসবুক আইডি খুলবেন।ইমেইল আইডি আর পাসওয়ার্ড লিখে রাখবেন।যাতে পরে আপনি সেই মেইল আইডি ব্যবহার করে ফেসবুকে ঢুকতে পারেন।মনে রাখবেন ১০ মিনিট পর কিন্তু আপনি ঐ মেইল একাউন্টে আর প্রবেশ করতে পারবেন না। আইডি যদি ব্লক পড়ে তবে সেক্ষেত্রে সেটি আর ফেরত আনার কোন উপায় নাই। তবে একটা পদ্ধতি আছে যেটা কাজে লাগাতে পারেন। তাই সবচেয়ে ভালো হয়, “Bangladesh national id card” লিখে গুগলে সার্চ দিলে। তাহলে আপনি অনেক গুলো আইডি কার্ডের ছবি পাবেন।সেই গুলো থেকে যে কোন একটা নাম ইউজ করে ছবি টুকু ক্রপ করে প্রফ...
পিসিতে এড্রয়েড এপ ইউস করুন
- Get link
- X
- Other Apps
আজকে আমি দেখাবো কিভাবে পিসিতে এন্ড্রোয়েড এপ চালাতে পারবেন। অনেকে Blustacks সফটওয়্যার দিয়েও চালিয়েছেন । আমি যে সফটওয়্যার ব্যাবহার করবো সেটাতে অনেক রকমের সুবিধা আছে। ☢Rooted (super user) ☢Developers Option ☢auto touch ☢Imei, phone/tab model are changeable as u want ☢install করার সময় গুগল একাউন্ড চায় না, ☢হাই গ্রাফিক্স কার্ড লাগে না ইন্সটলেশন:- এপ এর নাম nox (250+ mb) এখান থেকে NOX ডাউনলোড করবেন কোন সমস্যা হলে যানান (আরিফ হোসেন)
কম্পিউটার ও কিছু তথ্য যা আপনার কম্পিউটারকে আরও সুরক্ষিত ও দ্রুততর করে তুলবে
- Get link
- X
- Other Apps
সবাইকে স্বাগতম কম্পিউটার নিয়ে আমার ব্যতিক্রমধর্মী পোষ্টে। নিচের কাজ গুলো করলে আপনার পিসি স্পিডি হবে পাশাপাশি অনেক সমস্যা হতে মুক্তি পাবেন। 1) কম্পিউটারে System Restore বন্ধ করে রাখুন। কারন এতে Virus সহ অন্যান্য ফাইল জমে থাকে যা অপারেটিং সিস্টেম পুনরায় সেটাপ দিলেও মুছে না এবং System Restore করার সময় পুনরায় চলে আসে। System Restore বন্ধ করার জন্য মাই কম্পিউটারে রাইট ক্লিক করে Properties সিলেক্ট করে System Restore ট্যাব এ যান এবং Turn off System Restore on all drives এর টিক তুলে দিন । 2) কম্পিউটারে অনেক পরিবর্তন করা নিজের মত সাজিয়ে নেওয়া যায়। এজন্য Run এ gpedit.msc লিখে OK করে যে অপশন আসবে তা থেকে আপনি আপনার পছন্দ মতো পরিবর্তন করতে পারবেন। তবে অবশ্যই এই অপশনটি সাবধানে ব্যবহার করবেন। 3) কম্পিউটারে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে যেকোনো Cleaner Software ব্যবহার করুন। 4) কম্পিউটারকে সবসময় বাতাস চলাচল করে এমন স্থানে রাখা ভালো যাতে কম্পিউটারে তাপ বাড়তে না পারে। 5) কম্পিউটারে যাতে পোকা মাঁকড় না ঢুকতে পারে সেদিকে নজর রাখবেন। 6) কম্পিউটারে সবসময় ANTI-VIRUS ব্যবহার করুন এবং একাধি...
[উইন্ডোজ কাস্টমাইজেশন] উইন্ডোজ 7 এর ব্যাকগ্রাউন্ডে সেট করুন যেকোনো ভিডিও
- Get link
- X
- Other Apps
কম্পিউটার জগতে প্রধান অপারেটিং সিস্টেম ৩ টি। ম্যাক ওএস, লিনাক্স ( লিনাক্স যদিও কোনো অপারেটিং সিস্টেম নয়, কার্ণেল মাত্র; তারপরেও আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম বলতে অভ্যস্ত ) এবং উইন্ডোজ। ম্যাক ওএস বিশিষ্ট কম্পিউটার ডিভাইসগুলোর দাম আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষেরই সাধ্যের বাইরে। লিনাক্স সম্বন্ধে যারা খোজ-খবর রাখেন তারা জানেন যে লিনাক্স কি পর্যায়ের অপারেটিং সিস্টেম, এর বিস্তৃতি। বলা হয়ে থাকে- এখন পর্যন্ত যত অপারেটিং সিস্টেম রয়েছে তার মধ্যে লিনাক্স-ই বেস্ট এর বিস্তৃত ওপেন সোর্স অ্যাক্টিভিটির জন্য। তারপরেও আমাদের বাংলাদেশে লিনাক্স ইউজার খুব একটা দেখা যায় না। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইটি অথবা সিএসই বিভাগের বাইরে লিনাক্স ততটা পরিচিত নয়। বর্তমানের বহুল ব্যবহৃত অ্যান্ড্রয়েড ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-ও লিনাক্স অপারেটিং সিস্টেম এর একটি অংশমাত্র- এই খবরটিও অনেকেরই অজানা। আমরা বাঙালীরা এমন একটি জাতি যারা সারাদিন কোনো কিছুর সুন্দর ফলাফলগুলো উপভোগ করতে পারি, কিন্তু কাজগুলো কিভাবে সম্পন্ন হচ্ছে তার খবর রাখি না। আমার একথায় কেউ কষ্ট পেলে আমার কিছুই করার নেই, আমি ...