microsoft excel হলো হিসাব নিকাসের একটি softwer এই মাইক্রস্পট এক্সেলের কাজ জানলে আপনি যে কোন সরকারি বেসরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন । তো চলুুন শুরু করি কি ভাবে আপনি Microsoft excel এ যোগ বিয়োগ করবেন । যোগঃ যে সেলের ভিতর যোগ ফল করতে চাই কার্সর সেই সেলে রেখে প্রথমে Equal (=) চিহ্ন দিয়ে SUM(Start Cell Name:End Cell Name) লিখে Enter দিতে হবে। এছাড়া বিচ্ছিন্ন কিছু সেল যোগ করতে চাইলে প্রথমে Equal (=) চিহ্ন দিয়ে Cell Name + Cell Name + Cell Name লিখে (যেমন- =D4+E7+G7) Enter দিতে হবে। বিয়োগঃ অনুরূপভাবে যে সেলের ভিতর বিয়োগ ফল করতে চাই কার্সর সেই সেলে রেখে প্রথমে Equal (=) চিহ্ন দিয়ে Cell Name – Cell Name লিখে (যেমন- =D4-E7) Enter দিতে হবে। গুণঃ যে সেলের ভিতর গুণ ফল করতে চাই কার্সর সেই সেলে রেখে প্রথমে Equal (=) চিহ্ন দিয়ে Cell Name * Cell Name লিখে (যেমন- =D10*E11) Enter দিতে হবে। ভাগঃ যে সেলের ভিতর ভাগ ফল করতে চাই কার্সর সেই সেলে রেখে প্রথমে Equal (=) চিহ্ন দিয়ে Cell Name / Cell Name লিখে (যেমন- =D20/E20) Enter দিতে হবে। যোগ বিয়োগঃ যদি যোগ বিয়োগ একসাথে করতে চাই তাহলে যে সেলের ...
আমার মত অনেক পাবলিক আছে যারা একের অধিক সিমকার্ড ব্যবহার করেন। যেমন আমি দুইটা সিম কার্ড ব্যবহার করি, কিন্তু ডুয়েল সিমের ফোনটা এখন আর হাতে নেই। নোকিয়া ১১০০ মডেলের ফোন ব্যবহার করছি বর্তমানে কিন্তু সমস্যাটা হলো আমার দুইটা সিম কার্ডই এক্টিভ রাখা প্রয়জন। কিন্তু মোবাইলেতো সাপোর্ট করে একটি সিম ফলে আরেকটি সিম বন্ধ আপাদত। তাহলে সমাধান কি ? আরেকটা ফোন নিবো ডুয়েলসিমের ? নাকি অন্য আরেকটা ফোন বেব্যহার করবো ? নাহ অন্তত সেইকাজ আমি করছি না কারন যেখানে আমি একটি সিম বেব্যহার করে আমার আরো ১০টি ৫টি সিমের সব কল আমার একটি নাম্বার থেকেই বেব্যহার করতে পারি তাও যেকোন মোবাইল থেকে তাহলে আর কি দরকার ডুয়েলসিমের ফোন বেব্যহার করতে জাবো ? হ্যা বন্ধু আমারা অনেকেই হয়ত মোবাইলের এই ছোট ফাংসন্টার কথা জানিনা, সেটা হলো কল ফরওয়ার্ডিং কল ফরওয়ার্ডিং ? ________________________________________ আপনার ফোনের সেটিং অপশন থেকে কল সেটিং জান (যেকোন মোবাইল ফোন থেকে) কল ফরওয়ার্ডিং অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনার সিম চালু রেখে হোক আর বন্ধ রেখে আপানার সিমের সব কল অন্য জেকোনো অপরেটারের একটি নাম্বারে সব কল ফরওয়ার্ড করে দিতে পা...
আগে কোন টিউন হয়েছে কিনা জানা নেই।থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা ছবিহীন আইডি থাকলে যদি তাতে রিপোর্ট পড়ে তাহলে আইডি ব্লক।পরে সে আইডি ফেরত পেতে গেলে বহুৎ কারসাজি করতে হয়। এখন আমি যে পদ্ধতি বলব তাতে প্রতি ২মিনিটে একটি করে ফেসবুক আইডি খুলতে পারবেন।একই তথ্য দিয়ে একাধিক আইডি তৈরি করতে পারবেন। প্রথমে https://10minutemail.net/ এ যাবেন।গেলেই আপনি ১০ মিনিটের জন্য একটি ইমেইল আইডি পাবেন। এড্রেসটা কপি করুন।ওটা ব্রাউজারের অন্য ট্যাবে ওপেন রেখেই অন্য ট্যাবে ঐ মেইল এড্রেস ব্যবহার করে নতুন ফেসবুক আইডি খুলবেন।ইমেইল আইডি আর পাসওয়ার্ড লিখে রাখবেন।যাতে পরে আপনি সেই মেইল আইডি ব্যবহার করে ফেসবুকে ঢুকতে পারেন।মনে রাখবেন ১০ মিনিট পর কিন্তু আপনি ঐ মেইল একাউন্টে আর প্রবেশ করতে পারবেন না। আইডি যদি ব্লক পড়ে তবে সেক্ষেত্রে সেটি আর ফেরত আনার কোন উপায় নাই। তবে একটা পদ্ধতি আছে যেটা কাজে লাগাতে পারেন। তাই সবচেয়ে ভালো হয়, “Bangladesh national id card” লিখে গুগলে সার্চ দিলে। তাহলে আপনি অনেক গুলো আইডি কার্ডের ছবি পাবেন।সেই গুলো থেকে যে কোন একটা নাম ইউজ করে ছবি টুকু ক্রপ করে প্রফ...
Comments
Post a Comment