বন্ধ সিমের সব কল রিছিব করুন অন্য যেকোন সিম কার্ড দিয়ে ।


আমার মত অনেক পাবলিক আছে যারা একের অধিক সিমকার্ড ব্যবহার করেন। যেমন আমি দুইটা সিম কার্ড ব্যবহার করি, কিন্তু ডুয়েল সিমের ফোনটা এখন আর হাতে নেই। নোকিয়া ১১০০ মডেলের ফোন ব্যবহার করছি বর্তমানে কিন্তু সমস্যাটা হলো আমার দুইটা সিম কার্ডই এক্টিভ রাখা প্রয়জন। কিন্তু মোবাইলেতো সাপোর্ট করে একটি সিম ফলে আরেকটি সিম বন্ধ আপাদত। তাহলে সমাধান কি ? আরেকটা ফোন নিবো ডুয়েলসিমের ? নাকি অন্য আরেকটা ফোন বেব্যহার করবো ? নাহ অন্তত সেইকাজ আমি করছি না কারন যেখানে আমি একটি সিম বেব্যহার করে আমার আরো ১০টি ৫টি সিমের সব কল আমার একটি নাম্বার থেকেই বেব্যহার করতে পারি তাও যেকোন মোবাইল থেকে তাহলে আর কি দরকার ডুয়েলসিমের ফোন বেব্যহার করতে জাবো ? হ্যা বন্ধু আমারা অনেকেই হয়ত মোবাইলের এই ছোট ফাংসন্টার কথা জানিনা, সেটা হলো কল ফরওয়ার্ডিং
কল ফরওয়ার্ডিং ?
________________________________________
আপনার ফোনের সেটিং অপশন থেকে কল সেটিং জান (যেকোন মোবাইল ফোন থেকে) কল ফরওয়ার্ডিং অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনার সিম চালু রেখে হোক আর বন্ধ রেখে আপানার সিমের সব কল অন্য জেকোনো অপরেটারের একটি নাম্বারে সব কল ফরওয়ার্ড করে দিতে পারেন, চারটি প্রয়োজনে আপনার কল ফরওয়ার্ড করতে পারেন
Forward All Voice Calls . সব কল আপনার অন্য নাম্বারে ফরওয়ার্ড করুন
________________________________________
এই অপশনটি চালু করে রাখলে আপনার ফোনের সব কল আপনার দেয়া যেকোন লোকাল এবং ইন্টারন্যাশনাল সিমে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ যেকেও আপনার নাম্বারে কল দিলে আটোমেটিকলি কল গুলি আপনার দেয়া অন্য নাম্বারটিতে চলে যাবে। এই অপশনটি তখনি কাজ করবে যখন আপনার সিম কার্ড চালু থাকবে।
Forward If busy . আপনি কথা বলা অবস্থায় কেও আপনাকে ফোন দিলে
________________________________________
কথা বলা অবস্থায় যদি কেও আপনাকে ফোন দেয় তা হলে এই অপশনটির মাদ্ধমে কলটি আন্য নাম্বারে ফরওয়ার্ড করতে পারবেন
Forward if not answered . কোন কারনে আপনি ফোনের কাছে নেই ?
________________________________________
আর কেও আপনাকে ফোন দিলে ধরতে পারলেন না। তখন আটোমেটিক আপনার কলটি আন্য নাম্বারে Forward হয়ে যাবে
Forward if out of Network, or phone switched off
________________________________________
এই অপশনটি চালু করে রাখলেই আপনি আপনার সিম কার্ড বন্ধ রেখেই সব কল অন্য নাম্বারে ট্রান্সফার করতে পারবেন।
যখন কেও আপনাকে কল দিবে আপনার নাম্বারে তখন কলটি আর আপনার নাম্বারে যাবে না, বা যে আপনাকে কলদিবে তার কল্টি নরমাল ভাবেই আপনার দেয়া অন্য নাম্বারে চলে যাবে, ফলে আপনি সিমটি বন্ধ রেখেও কাঙ্ক্ষিত কলটি আপনার দেয়া আন্য নাম্বার থেকে রিছিভ করতে পারবেন। এই আপসন চালু রেখে যদি আপনি সিমটি এক্টিভ রাখেন তাহকে কল ফরওয়ার্ড হবে না, নরমালি কল আসবে, যখন বন্ধ থাকবে বা নেটওয়ার্ক এর বাইরে থাকবে তখন আবার কল ফরওয়ার্ড হবে
কিভাবে কল ফরওয়ার্ডিং অপশন চালু করবেন ?
________________________________________
প্রথমে আপনার ফোনের ডিফল্ট সেটিং অপশনে জান তারপর Call Setting>Call Divert/Forward এবার থামেন দেখুন উপরে দেয়া চারটি অপশনের লিস্ট পাবেন আপনার যেই অপশনটি চালু করা প্রয়জন সেই অপশনটিতে ঢুকে পড়ুন দেখুন তিনটি অপশন আছে ১ Active 2.Cenchel 3.Chek Status। Active অপশনে জান তার পর To others Number অপশনে গিয়ে যেই নাম্বারে কল ফরওয়ার্ড করতে চান নাম্বারটি দিয়ে Active করে দিন। ব্যস কাজ সেস
কিভাবে কল ফরওয়ার্ডিং অপশন বন্ধ করবেন ?
________________________________________
Setting> Call Setting > Call Forwarding/Divert > Cancel All Call Forwarding এই অপশনে গিয়ে আপনি এই অপশনটি বন্ধ করে দিতে পারেন।
**খুব সহজ একটি পদ্ধতি যারা জানেন না তাদের জন্য লিখা এই টিউন টি। বাংলা প্রজুক্তি সম্পর্কিত কোন সাইটে এই টপিকে কোন টিউন পাইনি আমি তাই আরো বিশেষ করে লিখা। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং অবশ্যই আমাকে ইনফরম করবেন – (THE POST BY ARIF HOSSAIN)


Comments

Popular posts from this blog

microsoft excel যোগ, বিয়োগ, গুন, ভাগ করার নিয়ম ।

10 মিনিট Hack করুন email id আর বানান অনেক ফেসবুক ফেক আইডি ।