GTA VICH CITY GAMES EDITING



আসসালামু আলাইকুম
আমি আমার পুর্বের পোস্টে আপনাদের রেসপন্স পেয়ে এই পোস্টটি লিখছি। পোস্টটি মুলত GTA সিরিজের গেমস যেমনঃ GTA III, GTA Vice City, San Andreas মোডিং নিয়ে করা। এই পোস্টে আমি আপনাদের GTA III, GTA Vice City, San Andreas এই ৩টি গেমস এর ফাইল সম্পর্কে কিছু ধারণা দিব যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এই গেমস গুলোর কোন কোন ফাইল কোন কোন কাজ করে। পোস্টটি সম্পুর্ণ পড়ার চেষ্টা করবেন, লাইন স্কিপিং করলে বুঝতে সমস্যা হতে পারে। তো চলুন শুরু করা যাক।
GTA [X]; এখানে [X] দ্বারা আমি গেমস এর নাম বুঝাচ্ছি যেমনঃ Vice City, III, San Andreas ।
গেম ডিরেক্টরি/ Game Directory (For all games): যে ফোল্ডারে একটি GTA [X] এর এক্সিকিউটেবল ফাইল থাকে (.exe) যেমনঃ gta-vc.exe, gta_sa.exe
এবার দেখুন জিটিএ সিরিজের গেম মোড করার জন্য কোন কোন ফাইল মোডিফাই করা লাগবে, এগুলোর কাজ এবং লোকেশন।
১. gta3.img
২. default.ide
৩. handling.cfg
৪. main.scm
৫. carcols.dat
৬. water.dat
৭. timecyc.dat
৮. particle.cfg
৯. ped.ifp
১০. particle.txd
১১. player.bmp
১২. wheels.TXD
১৩. fronten1.txd
১৪. fronten2.txd
১৫. hud.txd
১৬. generic.txd
১৭. fonts.txd
১৮. INTRO.TXD
ফাইল এর বর্ণনা, কাজ + লোকেশনঃ

১. gta3.img: এটা হচ্ছে GTA [X] এর মূল/ প্রধান ফাইল। এ ফাইলটাকে এক ধরনের আর্কাইভ বলা যেতে পারে। কিন্তু এটা WinRaR বা 7Zip দিয়ে ওপেন হবে না। এটা মডিফাই করার জন্য নির্দিষ্ট সফটওয়্যার লাগবে। এ ফাইল এর মধ্যেই GTA [X] এর Vehicles, pedestrians, animations, buildings অর্থাৎ গাড়ি, মানুষ, ঘর-বাড়ির মডেল, মানুষের হাটার-দৌড়ানোর অ্যানিমেশনস ইত্যাদি থাকে।
লোকেশনঃ GTA [X] Directory > models ফোল্ডারে।

এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ ImgEd / Alci’s IMG Editor


২. Default.ide: এ ফাইলটিতে GTA [X] এ spawn হওয়া যানবাহন, পথচারী-র নির্দিষ্ট ID থাকে। আপনি ইচ্ছে করলে ID চেঞ্জ করে পুলিশের গাড়িতে পুলিশের বদলে ভিক্ষুক বসিয়ে দিতে পারেন।

লোকেশনঃ GTA [X] Directory > Data ফোল্ডারে।

এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ Notepad++ / Notepad.


৩. handling.cfg: এ ফাইলটিতে GTA [X] এ spawn হওয়া যানবাহনের স্পিড/গতি, চাকার সাইজ, এক্সিলারেশন, ওজন ইত্যাদি থাকে। এ ফাইল এডিট করে আপনি যেকোন গাড়ির গতি কচ্ছপের মতোও করতে পারবেন আবার খড়্গোশের মতোও করতে পারবেন।

লোকেশনঃ GTA [X] Directory > Data ফোল্ডারে।

এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ Notepad++ / Notepad.


৪. main.scm: এ ফাইলটির সাইজ ১ – ৩ হলেও জিটিএ [X] এর স্টোরি লাইন বা মিশন এ ফাইল থেকে লোড হয়। এ ফাইল এডিট করে আপনি জিটিএ [X] এর জন্য মিশন বানাতে ও এডিট করতে পারবেন। যেমন জিটিএ [X] এর যে মিশনে রিওয়ার্ড ৪২০ টাকা সেখানে আপনি ৯৯৯৯৯৯৯৯৯ টাকা করে দিতে পারবেন।

লোকেশনঃ GTA [X] Directory > Data ফোল্ডারে।

এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ Sanny Builder.

৫. carcols.dat: এ ফাইল GTA [X] এ spawn হওয়া সকল যানবাহনের রং বা কালার নিয়ন্ত্রন করে। তাই বলা বাহুল্য এটা মডিফাই করে আপনি যেকোন গাড়ির কালার নিজের ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবেন।

লোকেশনঃ GTA [X] Directory > Data ফোল্ডারে।
এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ Notepad++ / Notepad.

৬. water.dat: এ ফাইলটি GTA [X] এর মধ্যে থাকা পুকুর, সমুদ্রের পানির উচ্চতা নিয়ন্ত্রন করে। এটা এডিট করে আপনি GTA [X] এ বন্যা সৃষ্টি করে বাড়ি-গাড়ি তলিয়ে দিতে পারবেন।

লোকেশনঃ GTA [X] Directory > Data ফোল্ডারে।

এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ Notepad++ / Notepad.

৭. timecyc.dat: এ ফাইল GTA [X] এর আবহাওয়া/Weather নিয়ন্ত্রন করে। এর মাধ্যমে আপনি GTA [X] এ সারাদিন বৃষ্টি বা সারা বছর খড়া করে পারবেন।

লোকেশনঃ GTA [X] Directory > Data ফোল্ডারে।

এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ Notepad++ / Notepad.

৮. particle.cfg: এ ফাইল এর কাজ হলো বিভিন্ন রকমের ইফেক্ট নিয়ন্ত্রন করা। যেমনঃ GTA [X] এ আপনি একজনকে গুলি করলেন এখন তার শরীর থেকে কেম্ন রক্তপাত হবে তা এই ফাইল নিয়ন্ত্রন করে। এ ফাইল এডিট করার মাধ্যমে আপনি GTA [X] এ থাকা গাড়ি থেকে নির্গত ধোয়াকে পানি বা আগুনে পরিণত করতে পারবেন।

লোকেশনঃ GTA [X] Directory > Data ফোল্ডারে।

এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ Notepad++ / Notepad.

৯. ped.ifp: এই ফাইল GTA [X] এর Player অর্থাৎ আপনি হয়ে যে ক্যারেক্টার হয়ে খেলছেন, সেটার বিভিন্ন এনিমেশনস যেমন হাঁটা-চলা, দৌড়ানো, গুলি করার স্টাইল ইত্যাদি নিয়ন্ত্রন করে।

লোকেশনঃ GTA [X] Directory > anim ফোল্ডারে।

এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ ifp chop/ 3ds max(script needed).

১০. particle.txd: ৮. নং ফাইলটি GTA [X] এর ইফেক্টস এর মাত্রা নিয়ন্ত্রন করে আর এটা কিরুপ ইফেক্ট হবে তা নিয়ন্ত্রন করে। .txd এক্সটেনশন যুক্ত ফাইলগুলোও আর্কাইভের মত। এ ফাইল গুলোর মধ্যে শুধু মডেল অনুযায়ি টেক্সচার বা ইমেজ থাকে যেমনঃ png, jpeg, bmp.

লোকেশনঃ GTA [X] Directory > models ফোল্ডারে।

এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ TXD Workshop 20XX (Best).

১১. player.bmp: .bmp এক্সটেনশন বুঝতেই পারছেন এটা একটি বিটম্যাপ ইমেজ। এটা হলো GTA [X] এর প্লেয়ার এর ডিফল্ট স্কিন।

লোকেশনঃ GTA [X] Directory > models > generic ফোল্ডারে।

এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ TXD Workshop 20XX (Best).

১২. wheels.TXD: এ ফাইল এর মধ্যে বাকি সব txd ফাইল এর মতোই ইমেজ থাকে তবে সেটা কার, বাইকের চাকার। এ ফাইল এডিট করে আপনি গাড়ির চাকার মডেল এডিট করতে পারবেন।

লোকেশনঃ GTA [X] Directory > models > generic ফোল্ডারে।

এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ TXD Workshop 20XX (Best).

১৩ এবং ১৪. fronten1.txd , fronten2.txd: এর মধ্যে GTA [X] এর মেনুর মডেল বা ইমেজ/ ছবি থাকে। এটা এডিট করার মাধ্যমে আপনি GTA [X] এর ফ্রন্ট লুকই চেঞ্জ করে ফেলতে পারবেন।

লোকেশনঃ GTA [X] Directory > models ফোল্ডারে।

এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ TXD Workshop 20XX (Best).

১৫. hud.txd: আপনি যখন GTA [X] এ কোন ওয়েপোন / অস্ত্র চেঞ্জ করেন তখন দেখবেন স্ক্রিনের উপরে ওয়েপোন / অস্ত্রের একটি আইকন বা ছবি ভাসছে। ঐ আইকন বা ছবি গুলোই এই ফাইল এ থাকে।

লোকেশনঃ GTA [X] Directory > models ফোল্ডারে।

এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ TXD Workshop 20XX (Best).
১৬. generic.txd: GTA [X] এর মধ্যে থাকা গাছ, পাখি, রাস্তা চাঁদ, সুর্য ইত্তাদির মডেল এ ফাইলে থাকে।

লোকেশনঃ GTA [X] Directory > models ফোল্ডারে।
এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ TXD Workshop 20XX (Best).
১৭. fonts.txd: ‘Fonts’ শব্দটি দেখলেই বোঝা যায় এ ফাইল এর মধ্যে ‘font’ আছে। এ ফাইল এর ক্ষেত্রেও ঠিক তাই।

লোকেশনঃ GTA [X] Directory > models ফোল্ডারে।

এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ TXD Workshop 20XX (Best).



১৮. INTRO.TXD: এ ফাইলে গেম প্রথম বার খেললে যেসব লেখা আসে তার মডেল থাকে।

লোকেশনঃ GTA [X] Directory > models ফোল্ডারে।

এডিট করতে প্রয়োজনীয় সফটওয়্যারঃ TXD Workshop 20XX (Best).

Comments

Popular posts from this blog

microsoft excel যোগ, বিয়োগ, গুন, ভাগ করার নিয়ম ।

বন্ধ সিমের সব কল রিছিব করুন অন্য যেকোন সিম কার্ড দিয়ে ।

10 মিনিট Hack করুন email id আর বানান অনেক ফেসবুক ফেক আইডি ।