হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে আনার উপায় (যেনে রাখুন কাজে লাগবে)


আর নয় চিন্তা ফোন হারিয়ে গেল ও আবার ফিরে পাবেন আসা করি ।





নতুন এবং উন্নত Android ডিভাইস ম্যানেজার।
আপনার মোবাইল হারিয়ে গেছে? তাহলে আপনার ডিভাইস টি খুব সহজে খুজে বের করুন ।
আপনাকে সহজেই হারিয়ে যাওয়া Android ডিভাইসটি সনাক্ত করতে সহায়তা করবে এই App টি ।
এবং আপনার সব তথ্য সুরক্ষিত ও সুরক্ষিত রাখতে পারবেন।

Locate your phone, tablet or watch

সমস্যা নেই Play a sound; আপনার ডিভাইসটি খুঁজে বের করার সময় এটি আপনার ডিভাইসটি বন্ধ করে দিবে।

আপনার হারিয়ে যাওয়ার ফোনের সব ডাটা ডিলেট করতে পারবেন অথবা একটি বার্তা দেখাতে পারবেন
আপনার ডিভাইস খুঁজুন আপনি দূরবর্তী অবস্থান থেকে আপনার ডিভাইসটি সুরক্ষিত রাখতে এবং স্পর্শ পেতে কেউ সাহায্য করবে।
আপনি যে ভাবে এই ব্যাবহার করবেন তা স্টেপ বাই স্টেপ নিচে দেখুন।
স্টেপ ১। আপনার মোবাইল, স্মার্ট ঘড়ি এবং লেপটপ এ একটি Gmail e login থাকতে হবে।
স্টেপ ২। আপনার যে মোবাইল টি হারিয়ে গেছে সেই মোবাইলের লগইন  করা টি অন্য মোবাইল লগইন করলেই দেখতে পারবেন আপনার হারিয়ে জাওয়া ফোন টি ।

স্টেপ ৩। আপনার হারিয়ে যাওয়া ডিভাইস টির কথায় আছে তা জানতে পরবেন।
স্টেপ ৪। আপনার হারিয়ে যাওয়াড় ডিভাইস টিতে রিং পাথাতে পারবেন।
স্টেপ ৫। আপনার ডিভাইস টি আপনি লক করতে পারবেন।

Permissions Notice

• অবস্থান: মানচিত্রে আপনার ডিভাইসের বর্তমান অবস্থান প্রদর্শন করতে হবে।
• পরিচিতি: আপনার গুগল একাউন্টের সাথে যুক্ত ইমেইল ঠিকানাটি অ্যাক্সেস করতে হবে।

 ধন্যবাদ ভাল থাকবেন সবাই (আরিফ হোসেন)

Comments

Popular posts from this blog

microsoft excel যোগ, বিয়োগ, গুন, ভাগ করার নিয়ম ।

বন্ধ সিমের সব কল রিছিব করুন অন্য যেকোন সিম কার্ড দিয়ে ।

10 মিনিট Hack করুন email id আর বানান অনেক ফেসবুক ফেক আইডি ।