আমার মত অনেক পাবলিক আছে যারা একের অধিক সিমকার্ড ব্যবহার করেন। যেমন আমি দুইটা সিম কার্ড ব্যবহার করি, কিন্তু ডুয়েল সিমের ফোনটা এখন আর হাতে নেই। নোকিয়া ১১০০ মডেলের ফোন ব্যবহার করছি বর্তমানে কিন্তু সমস্যাটা হলো আমার দুইটা সিম কার্ডই এক্টিভ রাখা প্রয়জন। কিন্তু মোবাইলেতো সাপোর্ট করে একটি সিম ফলে আরেকটি সিম বন্ধ আপাদত। তাহলে সমাধান কি ? আরেকটা ফোন নিবো ডুয়েলসিমের ? নাকি অন্য আরেকটা ফোন বেব্যহার করবো ? নাহ অন্তত সেইকাজ আমি করছি না কারন যেখানে আমি একটি সিম বেব্যহার করে আমার আরো ১০টি ৫টি সিমের সব কল আমার একটি নাম্বার থেকেই বেব্যহার করতে পারি তাও যেকোন মোবাইল থেকে তাহলে আর কি দরকার ডুয়েলসিমের ফোন বেব্যহার করতে জাবো ? হ্যা বন্ধু আমারা অনেকেই হয়ত মোবাইলের এই ছোট ফাংসন্টার কথা জানিনা, সেটা হলো কল ফরওয়ার্ডিং কল ফরওয়ার্ডিং ? ________________________________________ আপনার ফোনের সেটিং অপশন থেকে কল সেটিং জান (যেকোন মোবাইল ফোন থেকে) কল ফরওয়ার্ডিং অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনার সিম চালু রেখে হোক আর বন্ধ রেখে আপানার সিমের সব কল অন্য জেকোনো অপরেটারের একটি নাম্বারে সব কল ফরওয়ার্ড করে দিতে পা...
Comments
Post a Comment